Saturday, April 12, 2025

চিন্ময়কে নিয়ে ইসকনের যে চালাকি ধরিয়ে দিলেন ডা. জাহেদ

আরও পড়ুন

চিন্ময় কে নিয়ে ইসকনের যে চালাকি তা ধরিয়ে দিলেন ডা. জাহেদুর রহমান। তিনি এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশ ইসকন যে সংবাদ সম্মেলন করেছেন তার মধ্যে একটা চালাকি আছে।

ডা. জাহেদ বলেন, চিন্ময় শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন এবং এখনও তা প্রত্যাহার হয়নি। অথচ এই ভদ্রলোক হিন্দুদের অধিকার রক্ষার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

অনেক আগে থেকেই চিন্ময় দাসকে ইসকন থেকে বহিষ্কার হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার জন্য সংগঠন দায়ী নয়।

আরও পড়ুনঃ  নির্বাচনে অসংগতির তথ্যচিত্র বিদেশিদের দেবে বিএনপি

ডা. জাহেদ বলেন, ইসকনকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। একদিকে তারা চিন্ময়কে নিয়ে দ্বায়মুক্তি হচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় ইসকন তাকে ইসকন নেতা বলছেন। এখানে চালাকি করা হয়েছে।

তিনি বলেন (বাংলাদেশের ইসকন) চারু চন্দ্র ব্রহ্মচারীকে কেন্দ্রীয় ইসকন কে বলতে হবে যে তারা ভুল তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় ইসকন কে তাদের আগের মন্তব্য প্রত্যাহার করাতে হবে।

ডা. জাহেদ কেন্দ্রীয় ইসকনের উদ্দেশ্যে বলেন তারা কেবল ভুল তথ্য ছড়াচ্ছেনা বরং ভারত সরকারকে লেলিয়ে দিচ্ছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা যেন এখানে ঝামেলা করে। তিনি বলেন জনাব চারু এর বিরুদ্ধে কোনো কথা বলেননি।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

তিনি আরো বলেন ভারতীয় অনেক সংবাদ মাধ্যমে চিন্ময়কে ইসকনের নেতা স্বীকৃতি দিয়ে ভিন্নভাবে প্রচার করছে। জনাব চারু যদি মনে করেন বাংলাদেশের ইসকন চিন্ময়কে ডিজওউন করেন, তাহলে ভারতকে অ্যাড্রেস করে ক্লিয়ারলি বলতে হবে আপনারা ভুল তথ্য ছড়াচ্ছেন এবং বলতে হবে চিন্ময় ইসকনের কেউ নয়। কারণ ইসকনের নাম নিয়ে এদেশের উপরে ভারত চাপ সৃষ্টি করছে।
ডা. জাহেদ বলেন, তার সম্পর্কে যে অভিযোগ আছে এ তথ্যটি গোপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, ইসকন চিন্ময় সম্পর্কে আজ যে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এর মধ্যে একটা চালাকি আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ