Saturday, April 12, 2025

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, তদন্তের নির্দেশ

আরও পড়ুন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনার তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে শান্ত ও অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নেয়ার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  হঠাৎ ব*ন্যায় বিপর্যস্ত সৌদি আরব, মক্কা-মদিনায় রেড অ্যা*লার্ট জারি

প্রসঙ্গত, আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল আলম নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হন।

এরইমধ্যে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ