Friday, April 11, 2025

ঐক্যবদ্ধ হতে দুই ইসলামী দলের মতবিনিময়

আরও পড়ুন

বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উভয় দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন। এ সময় তারা আগামীতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

আরও পড়ুনঃ  বরি*শালে বিএনপির কমি*টিতে আ.লীগের নেতা*কর্মীরা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনূস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী

এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ