Monday, September 15, 2025

স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

আরও পড়ুন

আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দ্বীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কোরআনের খেদমত ব্যাপকভাবে করা।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিমানবন্দরে হাফেজ আনাস মাহফুজকে সংবর্ধনা জানান আলেম সমাজ। এ সময় গণমাধ্যমকে এভাবেই তার স্বপ্নে কথা বলেন।

আনাস মাহফুজ বলেন, ‘সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়, এটা মহান আল্লাহর কোরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি, এভাবে জান্নাতুল ফিরদাউসে একসঙ্গে থাকতে পারি।’

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে নিহত ৬১ ব্যাক্তির পরিচয় প্রকাশ

বিজয়ী হাফেজ আনাস মাহফুজ বলেন, আমি হেফজ ছোট গ্রুপে কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন মারকাজু ফয়জিল কোরআনের পরিচালক মাওলানা মোর্তজা হাসান ফয়েজি মাসুম, বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বহু আলেম, ছাত্র ও সাধারণ জনতা।

উল্লেখ্য, কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ছোটদের হেফজ গ্রুপে এই অনন্য বিজয় অর্জন করেন তিনি।

আরও পড়ুনঃ  মতিউরকাণ্ডে এক এসআইসহ ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। একইভাবে এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কারি আবু যর গিফারী।

স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) সকালে কুয়েতের ক্রাউন প্লাজায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইনমন্ত্রী ড. ইবরাহিম ওসালে।

এর আগে গত ১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ ও কারি আবু জর গিফারী।

আরও পড়ুনঃ  মার্চেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

অপর বিজয়ী কারি আবু যর গিফারী বলেন, বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করি। এটা আসলে অনেক গর্বের। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ