Monday, September 15, 2025

এদের বিচার আমি করবোই ইনশাল্লাহ : শেখ হাসিনা

আরও পড়ুন

৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন।তারপর থেকে কার্যত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা।সর্বশেষ দিল্লীর লুটিয়েন্স বাংলোতে অবস্থানের কথা জানা যায়।

ভারতে বসেই নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন শেখ হাসিনা।সম্প্রতি শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হাসিনার অডিও কল ফাঁস হয়।দেশজুড়ে উঠে তীব্র সমালোচনার ঝড়।এবার আবারো ফাঁস হয়েছে শেখ হাসিনার অডিও কল।

রোববার (১৮ নভেম্বর) আবারও শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।তারপরেই দেশজুড়ে নতুন আলোচনায় উঠে আসেন শেখ হাসিনা।

আরও পড়ুনঃ  চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি

অডিও বার্তা থেকে জানা যায়,সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করলে, অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিংকন মোল্ল্যা, খোকন মজুমদার, নঈম বাবু, মোহম্মদ শহীদ, মাহবুবুর রহমান, লিমন, কবির, সাব্বিরসহ প্রমুখ নেতৃবৃন্দের নাম ঘোষণা করতে শোনা যায়।

অডিওর শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি অ্যাখ্যা দিয়ে এসময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলে বলেন,এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক-শ্রমিকরা বেকার হয়ে গেছেন। শ্রমিক আন্দোলন করেছেন, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ  আমাদের এক সহকর্মীর মেয়ে মারা গেছেন : আইজিপি

চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলো, সাথে সাথে গুলি করলো। সেখানে একজন মারা গেলো এবং পিটিয়ে উঠিয়ে দিলো।

তিনি বলেন, এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নাই, সেখানে আন্দোলনটা কিসের জন্যে ছিলো? তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে, তাদের সব দাবি মানা হয়। দাবি মানার পরে আবার এক দফা। শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা? তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা

আরও পড়ুনঃ  আবু সাঈদের বাবার অবস্থার অবনতি, আনা হচ্ছে ঢাকায়

সাবেক প্রধানমন্ত্রী বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই। ব্যাংকের টাকা উধাও। সেসব টাকা গেরো কোথায়? ২০ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। ১ কোটি পরিবারের জন্যে টিসিবি কার্ড দিয়েছি।

তিনি বলেন, দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ। এদের বিচার আমি করবোই ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ