Thursday, April 17, 2025

সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, ২০০ সেনাকে অপহরণ

আরও পড়ুন

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ফলে সেখানকার একটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এ ছাড়া এ সংঘর্ষে অন্তত ২০০ সেনাকে অপহরণ করা হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বলিভিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, একটি সশস্ত্র গোষ্ঠী সেনাদের অপহরণ করেছে এবং মধ্য বলিভিয়ার শহর কোচাবাম্বার কাছের একটি ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

আরও পড়ুনঃ  শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার

বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ২০০ জনেরও বেশি সেনাকে অপহরণ করা হয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স অভিযোগ করেন, সমশস্ত্র এ গোষ্ঠীটির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সম্পৃক্ততা রয়েছে। এমন অভিযোগ করলেও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। তবে এ বিষয়ে মন্তব্য জানতে মোরালেসের দলের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

সিএনএন জানিয়েছে, সশস্ত্র বাহিনী এ গোষ্ঠীটিকে অবিলম্বে এবং শান্তিপূর্ণভাবে ঘাঁটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ  ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

২০২৫ সালের নির্বাচনকে সামনে রেখে মোরালেস এবং আর্সের সমর্থকদের মধ্যে চলমান অস্থিরতার মধ্যে সবশেষ ঘটনা এটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোরালেসের সমর্থকরা সরকারের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ করে কোচাবাম্বাসহ সারা দেশে প্রধান মহাসড়ক অবরোধ করেছে। বলিভিয়ার পুলিশ জানিয়েছে, অবরোধের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী জড়িত রয়েছে। এর ফলে কিছু শহরে খাদ্য এবং জ্বালানির সংকট দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ