Tuesday, April 8, 2025

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিবির নেতার মৃত্যু

আরও পড়ুন

কুমিল্লার নাঙ্গলকোটে বিদুৎস্পৃষ্টে হয়ে আবদুল মোতালেব প্রকাশ সজিব (৩০) নামে এক ছাত্রশিবিরের সাবেক নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে সজিবের বাড়ির পাশে বিদ্যুৎসংযোগ দিয়ে সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সজিব পেরিয়া ইউপির মুন্সিকলনিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

মুন্সিকলনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আইয়ূব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্থানীয়রা সজিবকে উদ্ধার করে লাকসাম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বঙ্গভবনের আমন্ত্রণ পেলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ