Tuesday, September 16, 2025

গুলিস্তানে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাংবাদিককে পেটাল ছাত্র-জনতা

আরও পড়ুন

রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগ কর্মী সন্দেহে দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার মো. আলী মিথুনের ওপর হামলা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে জিরো পয়েন্টে এই হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্থানের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে থেকে মো. আলী মিথুনকে জেরা করে ছাত্র-জনতা। পরে তার পরিচয় জানতে মোবাইল-মানিব্যাগ দিতে বলা হলেও তিনি দেননি।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে বেধড়ক মারধর করে। ঘটনার সময় মো. আলীকে বাঁচাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এক সাংবাদিক, কিন্তু তিনিও হামলার শিকার হন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  'ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার'

হামলার পর মো. আলী মিথুনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার মাথায় লাঠির আঘাত লেগেছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক সাংবাদিক বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও যে কোনো ব্যক্তি এইভাবে আক্রান্ত হতে পারে, তা কখনো মেনে নেওয়া যায় না।

পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা বরদাশত করা উচিত নয়। সন্দেহের বশে কোনো মানুষকে এমনভাবে হামলা করা ভয়ংকর অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

আরও পড়ুনঃ  পুরুষের যৌন শক্তি বৃদ্ধির ১০ উপায় (ভিডিও)

এখন পর্যন্ত পুলিশ হামলার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে এবং তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ