Thursday, April 10, 2025

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

আরও পড়ুন

নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা হয়েছে। এরই জের ধরে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে বেলাল হোসেন সৌখিন নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী*র সঙ্গে পরকীয়ায় ব্যর্থ হয়ে ছুরিকা*ঘাতে হ*ত্যা দেবরের

যেখানে ৪০ জনের নাম উল্লেখ ছাড়াও আসামি করা হয় অজ্ঞাত আরও ৯০-১০০ জনকে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল ৪ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি মাইক্রোবাসে করে কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ করে।

এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনার পরপর রাতেই প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ