Tuesday, September 16, 2025

বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতার চোখ উপড়ে ফেলার চেষ্টা

আরও পড়ুন

ফেনীর সোনাগাজীতে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনকে কুপিয়ে গুরতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ঘটনাটি শনিবার রাত ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের লেংগার দোকান নামক স্থানে ঘটে।

আহত জসিম উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল মিয়ার বাড়ির মোহাম্মদ ইলিয়াছের ছেলে। তিনি ছাত্রলীগ সোনাগাজী উপজেলা শাখার সাবেক সাধারণ সস্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ  তাপমাত্রা কমাতে ‘কৃত্রিম বৃষ্টি’ ঝরাবেন হিট অফিসার

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লেংগার দোকান নামক স্থানে ধরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এক পর্যায়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহতা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়াতে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারের উচিত ছিলো একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা: মেজর হাফিজ

আহত ছাত্রলীগ নেতার ভাই মহিউদ্দিন বলেন, মারধর ছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে শরীরের ১২টি স্থানে রক্তাক্ত জখম করা হয়েছে। ডান চোখের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ