Tuesday, April 8, 2025

কেন হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? যা জানা গেল

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংবাদ সম্মেলন করবে নতুন কমিটির নেতারা।

বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীর সঙ্গে জাতীয় নাগরিক কমিটিও থাকবে।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ৭২-এর সংবিধান বাতিলের দাবি করা হবে বলে জানিয়েছেন হাসনাত।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের নতুন জোয়ার

আরও পড়ুনঃ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার রাত সোয়া ১০টার দিকে পৌর শহরের সড়ল বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন তারা। বাজারে মিষ্টি বিতরণ করার পর দলীয় নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি সড়ক বাজার এলাকা প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপির নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  যে কারণে বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতেন আমু

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ