Wednesday, September 17, 2025

চট্টগ্রামে গুলিতে ছাত্রলীগ কর্মী তাহসীন নিহত

আরও পড়ুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আফতাব উদ্দিন তাহসীন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তাহসীন চান্দগাঁও থানাধীন হাজীরপুলের মোহাম্মদ মুসার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তাহসীন নগরের ওমরগণি এম ই এস কলেজের ছাত্র ছিলেন।

আরও পড়ুনঃ  ‘যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি, সেই আমার সন্তানকে ৪ খণ্ড করল’

ওই কলেজের রাজনীতিতে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ‘লাশ চমেকের মর্গে আছে। তাহসানের খুনের ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ