Tuesday, September 16, 2025

বাসচাপায় সাবেক শিবির নেতা নিহত

আরও পড়ুন

সিরাজগঞ্জে বাসচাপায় নজরুল ইসলাম (৩৫) নামে সাবেক এক শিবির নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালশাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।

জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বালশাবাড়ি বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর কিছুদূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শেখ মুজিব ও হাসিনা দুজনেই ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু তাদের পতনের পর ভিন্ন প্রতিক্রিয়া কেন

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ