Wednesday, September 17, 2025

রাষ্ট্র পরিচালনার ‘স্টাইল’ পরিবর্তন দরকার : হোসেন জিল্লুর রহমান

আরও পড়ুন

‘আমলাতান্ত্রিকতা ও কেতাবি সমাধানের ঘেরাটোপ’ থেকে বাংলাদেশকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন ব্র্যাকের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্টাইলের পরিবর্তন নিয়ে আসে।

শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হোসেন জিল্লুর রহমান বলেন, জোরালোভাবে দেখার চেষ্টা করছি যে, ঢাকায় যেগুলো শুনছি সেগুলো মাঠে কতটুকু প্রতিফলিত হচ্ছে। মাঠের বাস্তবতার আলোকে ঢাকার আলোচনা পরিচালিত হচ্ছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি যে, মাঠের বাস্তবতার ওপর ভিত্তি করে ঢাকার আলোচনাগুলো হতে হবে। মাঠের সঙ্গে কেন্দ্রের ফাঁকগুলো কমিয়ে আনা দরকার। বিশেষ করে মাঠ বাস্তবতায় যারা আছেন এবং সরকারের হয়ে যারা মাঠে কাজ করছেন তাদের কথা শুনতে হবে। তা নাহলে আমলাতান্ত্রিকতার ঘেরাটোপে সংস্কারের যে বড় আকাঙ্ক্ষা তা সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  দাফনের পরই কবর থেকে লাশ উধাও, এলাকায় আতঙ্ক

তিনি বলেন, আত্মদানের মধ্য দিয়ে ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ এই আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে। সরকার চালানোর স্টাইল হয়ে গেছিল আমলাতান্ত্রিকতা ও মাঠ বাস্তবতার সঙ্গে সম্পৃক্ততা কম রাখা। আমলা নিয়ে সমস্যা নেই, সমস্যা হলো আমলাতান্ত্রিকতা নিয়ে। যেখানে ফলাফল কি হলো তার চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এতটুকুতে তারা বেশি আগ্রহী। একটি হাসপাতালে বরাদ্দ দিয়ে বেশি সন্তুষ্ট থাকব, নাকি সাধারণ মানুষ সেবা পেয়েছে সেটা জানার চেষ্টা করব- এখন এটা বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ  ‘বিদায় পাখি, তুমি যে এইভাবে আমার সঙ্গে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি’

সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানিয়ে তিনি বলেন, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। সবাইকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরও জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। এজন্য রাষ্ট্রের পাশাপাশি সামাজিক পর্যায়ে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক পরিবর্তনের পর আমরা বাংলাদেশকে নিয়ে টেকওভারের যে স্বপ্ন দেখি সেজন্য দরকার সবার সক্রিয় অংশগ্রহণ।

এর আগে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে পীরগঞ্জে দুই দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্প’-এর উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এতে অংশ নেন দেশের সেরা চিকিৎসকরা। হেলথ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন প্রান্তিক পর্যায়ের ১৮০০ মানুষ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ