Monday, April 7, 2025

থানা থেকে যুবলীগ নেতার পলায়ন, ওসিসহ চার পুলিশ প্রত্যাহার

আরও পড়ুন

চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) ওই যুবলীগ নেতাকে বাড়ি থেকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় ওই যুবলীগ নেতা পালিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পুলিশ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

পুলিশ বলছে, কৌশলে থানা থেকে পালিয়েছেন ওই যুবলীগ নেতা। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে। পলাতক যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এলাকায় চাঁদাবাজি, অত্যাচার-নিপীড়নসহ নানান অভিযোগে তাকে রোববার সকালে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ওসিকে জানিয়ে থানায় ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করলে তাকে ডিউটি অফিসারের রুমে বসানো হয়। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  আকাশ বয়কট, বাতাস বয়কট, দুনিয়া বয়কট—সব বয়কট!

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। সে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ