Wednesday, September 17, 2025

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

আরও পড়ুন

ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ আগস্ট) তিনি আত্মহত্যা করেন বলে কলেজের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম শায়লা শিকদার। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঠিক কী কারণে শায়লা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শায়লার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রী। সুমাইয়া হৃদি লিখেছেন, ‘কী করলি শায়লা। নিতে পারতেছি না আর।

তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার। আমি সত্যি পারতাছি না আর। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

আরও পড়ুনঃ  স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে : তারেক রহমান

জানা গেছে, ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন শায়লা। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।

সে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ