Wednesday, September 17, 2025

রাতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, সকালে দেখা গেল সর্বহারাদের পতাকা

আরও পড়ুন

মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ আগস্ট) ভোর হওয়ার আগে সদর উপজেলার আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা

প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়েন ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় তারা। বাধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে গাছে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলনকারীদের ‘রাজাকার’ বললেন জয়

এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের থানায় যোগদান করানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ