Thursday, April 10, 2025

নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চর সেনসান ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আক্তার হোসেন ঢালী একই ইউনিয়নের বেড়া চাক্কি এলাকার বাবুল ঢালীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন।

গত শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে দোকান থেকে তাকে ডেকে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তার মরদেহ মাঝেরচর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করতে গিয়ে হাম*লায় আ*হত ওসিসহ ৩ পুলিশ

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ