Thursday, July 31, 2025

ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, ১৩ লাখ টাকা উদ্ধার

আরও পড়ুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের একটি কক্ষের আলমারি থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (৭ আগস্ট) বিকেলে এই টাকা উদ্ধার করা হয়। এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়।

আটক সুজা ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই। তার দাবি, ওই ১৩ লাখ টাকা তার। বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন।

আরও পড়ুনঃ  আফগানিস্তানের চমক, পেছনে ফেলল সব দেশকে

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এসময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন।

তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ডিবি অফিসে গুম সেল আছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। পরে এই বিষয়ে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান।

ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিকদের জানান, তাকে একসময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখেন। উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ