Friday, August 1, 2025

শহীদদের স্মরণে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

দেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি স্বৈরাচার থেকে এ দেশকে মুক্তি দান করেছেন। দেশের তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, এ আন্দোলনে আমরা শত শত মানুষকে হারিয়েছি, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি দেশের জন্য আত্মোৎসর্গকারী সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

আরও পড়ুনঃ  আন্দোলনে নিহতদের জন্য মসজিদে নববীতে মাসুদ সাঈদীর দোয়া

এ সময় সারাদেশে শহীদদের স্মরণে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তিদের নিম্মোক্ত কর্মসূচিসমূহ পালনের উদাত্ত আহ্বান জানান মঞ্জুরুল ইসলাম।

কর্মসূচিগুলো হলো-

১. সারাদেশে সকল জনশক্তি ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে বাদ জোহর চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া কর্মসূচি পালন করা।

২. যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করা। আহতদের সাথে সাক্ষাৎ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা।

৩. মহান রব আমাদের সকলকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবেলার তাওফিক দান করুন। আমিন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ