Thursday, April 10, 2025

‘রাস্তায় নামতে হবে এখন আর ভয় পেলে চলবে না’

আরও পড়ুন

‘আজকে ঘরের ভেতরে বসে অনেকেই বড় বড় বক্তব্য দেয় এখন আর ঘরে বসে থাকলে চলবে না। রাস্তায় নামতে হবে এখন আর ভয় পেলে চলবে না। কোনোভাবেই যেন ষড়যন্ত্রকারীরা সরকারকে টলাতে না পারে সে লক্ষ্যে আমাদের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রোববার (০৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদসভায় আওয়ামী নেতাদের উদ্দেশ করে এসব কথা বলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।

আরও পড়ুনঃ  ‘অস্ত্রোপচার’ হচ্ছে ৯ ব্যাংকের, প্রথমেই ইসলামী ব্যাংক

এ সময় তিনি হাইব্রিড আওয়ামী নেতাদের উদ্দেশ করে আরও বলেন, ‘অনেকেই ঘরের ভেতর বসে বড় বড় বক্তব্য দেন। বক্তব্য দিতে ভালোই লাগে। এতে চেয়ারও গরম হয়, আগুনও গরম হয়, পাছাও গরম হয়, হগলই গরম হয়। আমি ওইদিকে যেতে চাই না। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে পরাশক্তিকে মোকাবিলা করতে হবে।’

সভা শেষে উপজেলা চেয়ারম্যান কালামের নেতৃত্বে মেঘনাঘাটে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করা হয়।

এদিকে পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে মেঘনা শিল্পনগরী এলাকায় তার সমর্থিত নেতারা শান্তি মিছিল করেন। পরে তাদের স্থানীয় আওয়ামী কার্যালয়ে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আলোচনাসভা করা হয়। এ সময় তৃণমূল আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ