Tuesday, September 16, 2025

খেলতে খেলতে ভাই-বোনের বিষপান, বোনের মৃত্যু

আরও পড়ুন

কুষ্টিয়ার দৌলতপুরে খেলতে খেলতে ঘরে রাখা বিষ পান করে মিম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন আলিফ আলী (৫) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ ঘটে।

নিহত মিম খাতুন সোনাইকুন্ডি গ্রামের শুভ আলীর মেয়ে। শুভ ঢাকা পোস্টকে বলেন, আমি মাঠে ছিলাম। দুপুর ১টার দিকে মাঠ থেকে বাড়িতে এসে দেখি শিশুরা কাঁদছে, চিৎকার করছে, তাদের মুখ থেকে লালা ঝরছে। পরে তাদের নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাই।

আরও পড়ুনঃ  সড়কে পড়ে ছিল শিহান, খবর দিলেও আসেনি পু*লিশ

অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মেয়ের মৃত্যু হয়েছে। ছেলে চিকিৎসাধীন রয়েছে। খেলতে খেলতে ঘরে রাখা বিষ পান করেছিল তারা।

একই তথ্য দিয়েছেন শিশুটির মা নাহিদা খাতুন ও দাদি রশুনা খাতুন।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষ পানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদন°কারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘরে রাখা বিষ পানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ