Sunday, April 13, 2025

মেট্রোরেলে এক যাত্রীকে কামড় দিলেন আরেকজন, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেলের সংযোজন। যানজটের এই নগরীর মানুষদের স্বস্তির বার্তা নিয়ে এসেছে এই মেট্রোরেল। এবার এই বাহনে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক যাত্রীকে কামড় দিয়েছেন আরেক যাত্রী। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু এই ঘটনাটি কবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঝগড়ায় লিপ্ত হওয়া এই দুজনের পরিচয়ও জানা যায়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, একপর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড় দিচ্ছেন।

আরও পড়ুনঃ  চটের ব্যাগ নিয়ে প্রধানমন্ত্রীকে বাজারে যেতে বললেন রিজভী

ভিডিওতে দেখা যায়, ঝগড়া বাধানো দুজনের একজন বলছেন- আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। উনি বলছে, তার গায়ে হাত লাগল কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।

ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে, আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিয়েছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের

এরপর ক্যামেরার সামনে কামড়ের ফলে হাতে তৈরি হওয়া ক্ষতস্থান ও ছেঁড়া শার্ট দেখান ওই যাত্রী। দুজনের ঝগড়ার একপর্যায়ে অন্য এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। এরপর যিনি কামড় দিয়েছেন, অন্য যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি।

প্রসঙ্গত, কম সময়ে গন্তব্যে পৌঁছার অন্যতম বাহন মেট্রোরেলে দিন দিন যাত্রী চাপ বাড়ছে। বেশিরভাগ সময় যাত্রীতে ঠাঁসা থাকছে বাহনটি। কখনো কখনো পা ফেলারও জায়গা থাকে না মেট্রোরেলে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ