Friday, April 11, 2025

‘মা তুমি ভালো থেকো, আমি চিরদিনের জন্য চলে গেলাম’

আরও পড়ুন

বরগুনার আমতলী পৌরসভায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ জুলাই) বিকালে পৌরসভার খোন্তাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যায় মারা যাওয়া ওই ছাত্রীর নাম মুক্তা (১৬)। সে আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ গ্রামের রাজু সরদারের মেয়ে। আমতলী এমইউ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ওই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ তাদের আমতলী পৌরশহরের ভাড়াবাসা থেকে উদ্ধার করে।

এলাকার প্রতিবেশী সূত্রে জানা গেছে, মুক্তা তার মা খালেদা বেগমের সঙ্গে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের আলী আকবর হাওলাদারের বাসায় ভাড়া থাকেন। রোববার সকালে সে স্কুলে গিয়ে ক্লাস না করে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে আসে। তার মা তখন বাসায় ছিলেন না। এই সুযোগে তার মায়ের উদ্দেশ্য একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকার সুশাসনের দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

দুপুরে ভাত খাওয়ার জন্য মুক্তার ছোট ভাই বাসায় প্রবেশ করে দেখতে পায় তার বোন মুক্তার নিথর দেহ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পাশে তার মায়ের উদ্দেশ্য লেখা রয়েছে একটি চিরকুট। ওই চিরকুটে লেখা রয়েছে, মা তুমি ভালো থেক, আমি চিরদিনের জন্য চলে গেলাম। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্কুলছাত্রীর মরদেহ ও তার মায়ের উদ্দেশ্য লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। মুক্তার সঙ্গে খুলনা বাগেরহাটের শামিম নামে এক ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার মেনে নিলেও ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ার কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ