Tuesday, April 15, 2025

চট্টগ্রামে ৪ তলায় উঠে গেল সাপ, ভবনে আতঙ্ক

আরও পড়ুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৪তলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। এ সময় রাসেলস ভাইপার ভেবে মেরে ফেলা হয় সাপটিকে।

সোমবার (২৪ জুন) রাত ৯টায় এ ঘটনা ঘটে। এতে ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলা কমপ্লেক্সের ৪তলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দরজা ও জানালার পর্দা লাগাচ্ছিলেন কর্মচারীরা। এ সময় বারান্দায় একটি বিষাক্ত সাপ দেখতে পান তারা। রাসেলস ভাইপার ভেবে সঙ্গে সঙ্গে সাপটি তারা মেরে ফেলেন।

আরও পড়ুনঃ  অসহযোগী’ দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্র

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

তিনি বলেন, ‘আমার অফিসের দরজা ও জানালার পর্দা লাগানোর সময় কর্মচারীরা রাসেলস ভাইপারের মতো একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলেছেন। যদিও এটি রাসেলস ভাইপার সাপ মনে হচ্ছে না। কোনো জঙ্গল কিংবা ছাদ বাগান আশেপাশে নেই। আতঙ্কের বিষয় হলো চারতলায় সাপটি কীভাবে এলো?’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ