Saturday, April 12, 2025

নিজের অস্ত্রের গুলিতে গু‌লি‌বিদ্ধ এএসআই

আরও পড়ুন

ভোলায় নৌ থানায় নিজের অস্ত্রের গুলিতে মো. মোকতার হোসেন নামে এক পু‌লিশ সদস্য গু‌লি‌বিদ্ধ হয়েছেন। রোববার (২৩ জুন) পূর্ব ই‌লিশা নৌ থানায় ভেতরে এ ঘটনা ঘটে। মোকতার হোসেন ভোলার পূর্ব ই‌লিশা নৌ থানার এএসআই হিসেবে কর্মরত আছেন।

গু‌লি‌বিদ্ধ ওই পু‌লিশ সদস্যকে প্রথমে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হলেও পরবর্তীতে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

তবে এ বিষয়ে জানার জন্য পূর্ব ই‌লিশা নৌ থানার ও‌সি বিদ্যুৎ কুমারকে থানায় পাওয়া যায়নি। তাকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তবে ভোলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, বিকেল আনুমা‌নিক ৪টার দি‌কে পূর্ব ই‌লিশা নৌ থানায় ডিউ‌টির জন্য অস্ত্র বুঝে নেন। এ সময় পু‌লিশ সদস্যের ভুলে অ‌স্ত্র থে‌কে গু‌লি বের হয়ে তার পেটে লাগে বলে প্রাথ‌মিকভা‌বে তি‌নি জানতে পেরেছেন। গু‌লি‌বিদ্ধ ওই পু‌লিশ সদস্যকে ব‌রিশাল শের ই বাংলা বাংলা মে‌ডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ