Thursday, July 31, 2025

সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে প্রবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে কার গাড়ির ধাক্কায় মোহাম্মদ হৃদয় (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সে দেশের আবাহা মাহাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো মুফিজ কোম্পানি পাড়ার হাসেম সওদাগর প্রকাশ বনফুল হাসেমের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের চাচা আব্বাস উদ্দিন জানান, শনিবার সৌদি আরব সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে আবাহা মাহাইল নামক এলাকায় কোনো কাজের উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন হৃদয়। এসময় তাকে একটি দ্রুতগতির কার গাড়ি ধাক্কা দিলে শরীরের বিভিন্নস্থান হতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে হাসপাতাল নেয়ার পথে মারা যান সে।

আরও পড়ুনঃ  বার কর্তৃপক্ষের সাথে যুবলীগ-ছাত্রলীগের লোকজনের হাতাহাতি ও ভাঙচুরের অভিযোগ

তিনি আরও জানান, হৃদয় ওই এলাকায় তার আপন চাচার দোকানে চাকরি করতেন এবং গত দুই বছর আগে সেদেশে পাড়ি জমান।

এদিকে মা-বাবার একমাত্র ছেলে হৃদয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ