Monday, September 15, 2025

পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ

আরও পড়ুন

পশ্চিমাদের সঙ্গে উত্তেজেনার মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ৯০ মাইল দূরে হাভানা বেতে জাহাজগুলো নোঙর করেছে। বৃহস্পতিবার (১৩ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি ডুবোজাহাজ ও একটি রণতরীসহ ৪টি জাহাজের একটি নৌবহর কিউবায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তজনার মধ্যে এমন নৌবহর পাঠানোয় এটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ এনসিপির

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরশকথ নামের একটি এবং কাজাক নামের একটি ডুবোজাহাজ এ বহরে রয়েছে। এগুলোর প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকনসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম। জাহাজগুলো এর আগে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যুদ্ধজাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারও জন্য হুমকি হবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় আসছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়িভাবে পর্যবেক্ষণ করছেন। সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ যুদ্ধজাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে মার্কিন নৌবাহিনী সি ড্রোন ব্যবহার করে এগুলোর ওপর নজর রেখেছিল।

আরও পড়ুনঃ  শহী*দের লাশ ক*বর থেকে কেন তুলতে হবে, প্রশ্ন সার*জি*সের

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয় বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত হতে পারেন এ জন্য এ আয়োজন করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলছে। তবে কিউবার রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানো এ উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ