Thursday, April 10, 2025

বাবাকে নিয়ে খারাপ মন্তব্যকারীদের ফেসবুকে কড়া হুঁশিয়ারি আনারকন্যার

আরও পড়ুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হন। যে রহস্য উন্মোচনে কলকাতায় আছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

স্নায়ুরোগের চিকিৎসা নিতে এমপি আনার ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কিন্তু পরদিন থেকেই নিখোঁজ তিনি। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

এ ঘটনা প্রকাশ্যে আসে গত ২১ মে। ওই দিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন বিতরণ

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতায় জড়িতের অভিযোগ এনে অনেকে স্ট্যাটাস দেন এমপি আজিমকে নিয়ে। শুধু তাই নয়, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক পোস্টের কমেন্টে বাজে বাজে মন্তব্য করতেও দেখা যায়।

এ নিয়ে সোমবার (২৭ মে) বাজে মন্তব্য করা ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন আনারকন্যা।

এতে ডরিন লেখেন- ‘আমি আইডিগুলো নিয়ে রাখছি, আইনের আওতায় নিয়ে আসব তাদের অবশ্যই। সেটা ফেক আইডি হলেও সমস্যা নেই।’

আরও পড়ুনঃ  ২০ হাজার টাকাও দিতে পারছে না ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ