Tuesday, September 16, 2025

বন্ধুদের সঙ্গে মাহফিলে যাওয়ার পথে প্রাণ গেল ছোট্ট মরিয়মের

আরও পড়ুন

ঝালকাঠির রাজাপুরে বন্ধুদের সঙ্গে মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মরিয়ম আক্তার শারা (৬) নামের এক শিশুর। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার গসিয়া এলাকার দুবাই প্রবাসী ইসরাফিলের মেয়ে। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা দুবাই থাকায় মরিয়ম তিন বছর যাবত রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের নানা শাহেবালির বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতো মরিয়ম আক্তার শারা। বৃহস্পতিবার খান বাড়ি এলাকায় মাহফিলে চলছিল। সেখানে বন্ধুদের সঙ্গে মরিয়ম যাচ্ছিল।

আরও পড়ুনঃ  হেলিকপ্টার বিধ্বস্ত: কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

মাহফিলে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডা. মো. শাহেদ হাসান খান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় মরিয়মকে হাসপাতালে আনা হয়।

রাজাপুর থানা পুলিশের ওসি মু. আতাউর রহমান বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ