Thursday, July 31, 2025

চিরকুট লিখে মুয়াজ্জিনের আত্মহত্যা

আরও পড়ুন

সিলেটে চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন দেলওয়ার হোসাইন দিলাল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ এলাকার লাল খাঁটঙ্গী মাদানী মসজিদ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আত্মহত্যার আগে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে রেখে গেছেন তিনি।

আরও পড়ুনঃ  আলটিমেটামেও কাজে যোগ দেননি কিছু পুলিশ কর্মকর্তা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী কালবেলাকে বলেন, চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন-তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কী কারণে মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা আমরা ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ