Thursday, July 31, 2025

লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

আরও পড়ুন

ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবউননবী খান সোহেল ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে মিছিল করে নেতাকর্মীরা।

মিছিল শেষে বিএনপির এই নেতা বলেন, ব্যাংক ডাকাত, ভূমিদস্যু, নদীদখলকারী সবাই ক্ষমতাসীন দলের। আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষ হত্যা ও লুটপাটের ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রিজভী বলেন, মহাদুর্নিতীর খনি এখন নির্বাচন কমিশন ও ইভিএম প্রকল্প। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

আরও পড়ুনঃ বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার: আইনমন্ত্রী

সারাদেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খরচ না করেই সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে। বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার।

আরও পড়ুনঃ  জুলাই গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ আলম

রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারাদেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারে সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান আনিসুল হক। ২০০০ সাল থেকে শুরু হওয়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সারাদেশে দেড় লাখের উপরে মামলার নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, এটি দেশের গরীব মানুষের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার জায়গা। এর বিচার প্রক্রিয়া নিয়ে আরও প্রচার করতে হবে। যাতে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসকে বিচার পাওয়ার জন্য ভরসার জায়গা মনে করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ