Thursday, April 10, 2025

দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ

আরও পড়ুন

দুপুরের মধ্যে সিলেট বিভাগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ফলে সিলেট অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া এ পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ফের ধেয়ে আসছে নতুন ঝড়, আঘাত হানবে দুপুরের মধ্যেই

আরও পড়ুনঃ
মায়ের মামাবাড়ি এসে নানার হাতে খুন শিশু

বগুড়া সদরের শশীবদনী এলাকায় মায়ের মামার হাতে খুন হয়েছে বন্ধন সরকার নামে পাঁচ বছরের এক শিশু। মায়ের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর আয়োজন দেখতে গিয়েছিল শিশু বন্ধন। এই ঘটনায় শিশুটির মায়ের মামা সুকুমার দাস কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে শশীবদনী এলাকায় হরিবাসর অনুষ্ঠান চলছিল। পীরগাছা এলাকা থেকে বন্ধন সরকার সেই অনুষ্ঠান দেখতে মা কাকলী দাসের সাথে মায়ের মামাবাড়ি শশীবদনী এসেছিল। বৃহস্পতিবার দুপুরে স্বজনরা টের পান, বাড়ির একটি ঘর থেকে বন্ধনের গোঙানীর আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান ধান কাটা কাঁচি দিয়ে শিশু বন্ধনের গলা কেটে রক্তাক্ত দেহের পাশে দাঁড়িয়ে আছেন কাকলী দাসের মামা সুকুমার দাস, সম্পর্কে সে শিশু বন্ধনের নানা। পরে স্থানীয়রা আইন কলেজের শিক্ষার্থী সুকুমারকে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ  সন্ধ্যা ৬টার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে

পুলিশ জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে ঘটনার রহস্য উদঘাটনে আটক সুকুমারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তে নেমেছে বেশ কয়েকটি টিম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ