Friday, August 1, 2025

নওগাঁয় মদ পানে ৩ কলেজছাত্রের মৃত্যু

আরও পড়ুন

নওগাঁর মান্দায় বাংলা মদ পানে তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাকুরিয়া গ্রামে ঈদ উদযাপনের নামে বন্ধুদের নিয়ে মাত্রা অতিরিক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আলী নেকবর আলীর ছেলে নিশাত (১৭), ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আক্কাসের ছেলে শরিফুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক (১৮)। তারা প্রত্যেকেই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  এনআইসিইউতে শিশুর মৃত্যু, চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল স্বজনরা

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঢাকা পোস্টকে জানান, কয়েকজন বন্ধু মিলে বাংলা মদ পান করার সময় অসুস্থ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় নিশাত ও শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একে একে তাদেরও মৃত্যু হয়। অতিরিক্ত বাংলা মদ পান করায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই মরদেহ তিনটি উদ্ধারের পর ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ