Sunday, March 30, 2025

আল্লাহ সব দিয়েছেন, কিছুই বাকি নেই, জন্মদিনে সাকিব

আরও পড়ুন

৩৭তম জন্মদিনে পা রাখলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের কারণে বিখ্যাত এই তারকার জন্মদিনের সকালটাও কেটেছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে। এদিন বিকেএসপিতে শেখ জামালের হয়ে ব্যাটিং-বোলিং দুই জায়গায় পারফর্ম করেছেন সাকিব।

বল হাতে ৪৭ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৪ রান। সাকিবের এমন পারফরম্যান্সে জয়লাভ করেছে তার দলও। ডিপিএলের ম্যাচ শেষ করেই আবার বাণিজ্যিক কাজে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।

বিকেলে যোগ দেন একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে। সাকিব উপস্থিত হওয়ার পর সেখানে শুরু হয় অন্যরকম এক পরিবেশ। সাকিবের জন্মদিনে তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত সবাই।

আরও পড়ুনঃ  রিজওয়ানকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

শুধুই বাংলাদেশ নয় বিশ্বক্রিকেটেই সেরাদের একজন সাকিব। তাকে দেখে অনেকেই স্বপ্ন দেখে বাইশগজে ক্যারিয়ার গড়ার। পৃথিবীর সব প্রান্তেই আছে ভক্ত। একজন ক্রিকেটারের জীবনে আর কী ই বা পাওয়ার আছে?

জন্মদিনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল সৃষ্টিকর্তার কাছে আর কী পাওয়ার আছে তার? জবাবে সাকিব বলেছেন, ‘আল্লাহ সব দিয়েছেন। আর কিছু বাকি নেই, আলহামদুলিল্লাহ।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ