ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাআদা প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে সৌদি আরব। স্থানীয় গণমাধ্যম আল মাসিরাহ-এর বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাজিহ ও ঘামর জেলার আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এতে বেশ কিছু বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আল মাসিরাহ আরও জানায়, এই হামলার কারণে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে তীব্র ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
২০১৫ সালের মার্চে সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের অস্ত্র সহায়তায় ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। এর মূল উদ্দেশ্য ছিল আনসারুল্লাহ বা হুথি বিদ্রোহীদের দমন করা এবং রিয়াদপন্থি আবদে রাব্বু মনসুর হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা।
তবে প্রায় এক দশক পেরিয়েও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ সময়ের মধ্যে লক্ষাধিক ইয়েমেনি নিহত হয়েছেন এবং দেশটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে।
সূত্র: প্রেস টিভি, আল মাসিরাহ, শাফাক নিউজ