Wednesday, September 10, 2025

পঞ্চগড়ে রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, যে পরামর্শ দিলেন সারজিস

আরও পড়ুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে বেশ পরিচিতি পান এই অভিনেত্রী। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। তবে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

বর্তমানে সামাজিক পাতায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। এই প্লাটফর্মে সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এমনকি ব্যক্তিগত প্রয়োজনও জানান দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  হত্যার পরিকল্পনা বুঝতে পেরে বাসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন আনার

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যক্তিগত একটি পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া (কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন) আশপাশে ফ‍্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট বা হোটেল কিংবা হোম স্টে’র মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

তার এই পোস্টটি ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে পঞ্চগড়বাসী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদেরও নজর কাড়ে। তারা মন্তব্যের ঘরে প্রয়োজনীয় তথ্য দিতে থাকেন। এরইমধ্যে সেখানে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আরও পড়ুনঃ  মামুনকে দুই টুকরা করে ভরা হয় বস্তাতে, মিলল চাঞ্চল্যকর তথ্য

এ নেতা শবনম ফারিয়ার পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে। কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম।’ আর তার মন্তব্যের জবাবে অভিনেত্রী কৃতজ্ঞতা জানাতে একদমই ভুলেননি। পাল্টা জবাবে লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ