Saturday, August 30, 2025

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়জয়কার, জামায়াতের ভরাডুবি

আরও পড়ুন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলেই জয় পেয়েছেন বিএনপিপন্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল। সেই সঙ্গে ভরাডুবি হয়েছে জামায়াতপন্থী প্যানেলের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে এদিন সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১১৭২ ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট দেন।

আরও পড়ুনঃ  ‘রিসেট বাটন’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

সদস্য পদে বিজয়ীরা হলেন, ফাতেমা আক্তার সুইটি (ভোট ৬৯৭), দেওয়ান আশরাফুল (ভোট ৭৩৪), তেহসিন হাসান দিপু (ভোট ৫৭৪), আবু রায়হান (ভোট ৬৯৪)। জামায়াত সমর্থিত প্যানেল থেকে একমাত্র সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন, ফাতেমা আক্তার সুইটি (ভোট ৬৯৭), দেওয়ান আশরাফুল (ভোট ৭৩৪), তেহসিন হাসান দিপু (ভোট ৫৭৪), আবু রায়হান (ভোট ৬৯৪)। জামায়াত সমর্থিত প্যানেল থেকে একমাত্র সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ