সেনাবাহিনীর সদস্যদের মাথায় থাকা হেলমেটে অনেক সময় দেখা যায় রশি বা নেটের মতো কাভার। কিন্তু কেন হেলমেটে এই নেটটি লাগানো থাকে আসুন জেনে নিই
হেলমেট কাভারে সাধারণত দুই ধরনের উপকরণ দেখা যায়:
ক্যামোফ্লাজ কাপড়ের কভার ও জালের মতো রশির নেট
ক্যামোফ্লাজ কাপড়ের কভার
জঙ্গলে বা উন্মুক্ত পরিবেশে হেলমেট অনেক সময় ধাতব ও চকচকে দেখায়। ক্যামোফ্লাজ কাপড় দিয়ে ঢেকে দিলে তা গাছপালা বা পরিবেশের সঙ্গে মিশে যায়, ফলে শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে পারে না।
জালের মতো রশির নেট
সেনাবাহিনীর হেলমেটে থাকা এই ছোট্ট নেট বা রশির কাভারটি যুদ্ধক্ষেত্রে একটি কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম, যা সৈনিককে শত্রুর চোখ থেকে লুকিয়ে রাখতে সহায়তা করে।
হেলমেটে নেট লাগানোর প্রধান উদ্দেশ্য হলো সৈনিকদের হেলমেটকে পরিবেশের সঙ্গে মিশিয়ে দেওয়া। নেটের ফাঁকফোকরে ঘাস, পাতা বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ঢুকিয়ে হেলমেটকে এমনভাবে সাজানো হয় যাতে এটি আশপাশের পরিবেশের সঙ্গে মিলেমিশে যায়। এর ফলে, শত্রুরা দূর থেকে বা আকাশপথে সহজে সৈনিকদের অবস্থান শনাক্ত করতে পারে না।
আলো প্রতিফলন কমানো
হেলমেট সাধারণত ধাতু বা প্লাস্টিকের তৈরি হয়, যা সূর্যের আলো বা অন্যান্য আলোর প্রতিফলিত করে। এই প্রতিফলন শত্রুদের কাছে সৈনিকদের অবস্থান প্রকাশ করতে পারে। নেট হেলমেটের উপরিভাগে ছায়া সৃষ্টি করে, যা প্রতিফলন কমায় এবং শত্রুর নজর এড়াতে সাহায্য করে।
কৌশলগত গুরুত্ব
অনেক সময় শত্রু পক্ষ ড্রোন, দূরবীন বা রাডার ব্যবহার করে সৈনিক শনাক্ত করে। তখন পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য হেলমেট নেট একটি সাইলেন্ট সিকিউরিটি শিল্ড হিসেবে কাজ করে। এটি চোখে পড়ার মতো নয়, কিন্তু কার্যকারিতায় অনেক।