Sunday, September 14, 2025

গুলশানে মব করে বাড়ি তল্লাশির ঘটনায় গ্রেপ্তার ৩

আরও পড়ুন

রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত ৮/আই নং বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে কয়েকজনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটিতে প্রবেশ করে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে।

আরও পড়ুনঃ  কবরস্থান থেকে সাবেক এমপি একরামুলের আগ্নেয়াস্ত্র উদ্ধার

পরে ৯৯৯ এর কলের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। সেই মূলত জনতাকে তথ্য দিয়েছে যে বাসাটিতে তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে ওই বাসায় প্রবেশ করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আরও পড়ুনঃ  ছাত্রদলের সাবেক নেত্রীর রহস্যজনক মৃত্যু

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ