Thursday, April 17, 2025

বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারির মামলায় বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী।

রোববার (১০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

জানা যায়, রোববার কাজলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর বিপরীতে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন কাজলের আইনজীবীরা।

আরও পড়ুনঃ  জিপিএসের দেখানো রাস্তায় চালাতে গিয়ে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর তোপখানা রোডের নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ৮ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।

মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ