Tuesday, April 8, 2025

ইলিয়াস আলীকে অপহ*রণের ক্লু পাওয়া গেছে,চি*হ্নিত করা হয়েছে একাধিক ব্যাক্তিকে

আরও পড়ুন

সিলেট-২ আসনের সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়।

এরপর থেকেই নিঁখোজ রয়েছেন ইলিয়াস আলি।দীর্ঘ এক যুগের পর অবশেষে উন্মোচন হতে যাচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলি গুম রহস্য।

গেল ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত ১৫ বছরে গুম-খুনের বিচারের লক্ষ্যে নতুন গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে এই ট্রাইব্যুনালে তদন্তের অধীন রয়েছে ইলিয়াস আলীর গুমের অভিযোগ।

আরও পড়ুনঃ  সব জায়গায় মাতব্বরি করতে যাওয়ার অধি*কার কে দিয়েছে: খালেদ মুহিউদ্দিন

জানা গেছে, ইলিয়াস আলী আর বেঁচে নেই তা অনেকটা নিশ্চিত। আগামী মার্চের শেষদিকে গুম তদন্ত কমিশন আরও একটি রিপোর্ট জমা দেবে সরকারকে।

গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ইলিয়াস আলী ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ইলিয়াস আলীকে অপহরণের ক্লু পাওয়া গেছে এবং এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত অনেকদূর এগিয়ে গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পুরোপুরি তদন্ত শেষ হলে খোলাসা হওয়া যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ