Monday, September 15, 2025

বই বিক্রির অর্থ মসজিদ নির্মাণে দিলেন সঙ্গীতশিল্পী তাশরিফ

আরও পড়ুন

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন। একটি ভিডিও বার্তা পোস্ট করে এই তথ্য জানান তিনি।

তাশরিফ লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারো থাকুক। এখানে গানের কোনও টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি।

ভিডিও বার্তায় তিনি বলেন,একটা মসজিদ নির্মাণের কাজ করার মতো সাহস বা সামর্থ্য আমার নেই। এই অর্থকে আপনারা দান হিসেবে দেখবেন না কারণ দান তো হয় এক হাতে দিলে আরেক হাত জানবে না। আমি চাই বিডিও গুলো দিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে। আমার দেখা দেখি যেন অন্য দশটা মানুষ যাদের সামর্থ্য আছে তারাও যেন সাহায্য করে।

আরও পড়ুনঃ  স্বামী-স্ত্রী চাইতেন একই দিনে মৃত্যু, হলোও তাই, দাফনও পাশাপাশি

নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন।

এসব নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণীর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‘ভণ্ড’ আখ্যা দিচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ