Sunday, March 30, 2025

ঢাকা কলেজ ছাত্র শিবিরের সভাপতি মানিক, সেক্রে’টারি মোস্তাকিম

আরও পড়ুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থী আবদুল হক মানিক এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

আরও পড়ুনঃ  দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট বেশি শক্তিশালী: জিএম কাদের

এদিন ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

এরপর, সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সবশেষে, দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছা*সেবক লীগ নেতা সাদ্দাম

উল্লেখ্য, ২০২৪ সেশনের ষাণ্মাসিকের পর ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ