Saturday, April 12, 2025

মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে: শায়খ আহমাদুল্লাহ

আরও পড়ুন

জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, থার্টি ফার্স্ট নাইটের নামে শব্দ দূষণ করা মারাত্মক অপরাধ। একইভাবে ওয়াজ মাহফিলের নামেও অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে। মানুষের কষ্ট হয় এমন কিছু করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করা এবং যাচাই-বাছাই না করে কোনো কথা ছড়িয়ে দেওয়া অন্যায়। এর মাধ্যমে সমাজে অন্যায় অপরাধের বিস্তৃতি ঘটছে। এটাকে রোধ করতে না পারলে অন্যায় ছড়িয়ে পড়বে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের গুলিতে নিহত আফনানের লাশ তোলা হলো কবর থেকে

লাখো জনতার পিনপতন নীরবতার মাঝে বক্তৃতাকালে শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্য বর্তমান সমাজের বড় সমস্যা। আল্লাহর কোরআন আর রাসুলের (সা.) হাদিসের আলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সমাজে মতবিরোধ নিয়ে যদি আমরা চলতে পারি, মৌলিক বিষয়ে মতপার্থক্য না থাকলে যদি আমাদের সমস্যা না হয়, তাহলে আমরা একে অপরের প্রতিপক্ষ হবো কেন? মতবিরোধের দেয়াল তুলে দিতে হবে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এ অবস্থান নিশ্চিত করা গেলে মুসলমানদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাতে পারতো না।

আরও পড়ুনঃ  আমাদের সব শেষ হয়ে গেছে : উপ*দেষ্টা আসিফ

শায়খ আহমাদুল্লাহ বলেন, সব মতপার্থক্য ভুলে আল্লাহর নির্দেশমতো ঐক্যবদ্ধ হতে হবে। এটা ফরজ। আমরা একে অপরের কল্যাণকামী নাহলে খালেস মুসলমান হওয়া যাবে না।

বাদ এশা মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারী বক্তব্য দেবেন। ইতোমধ্যে পুলেরহাট সংলগ্ন যশোর-বেনাপোল রোডেব আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে জনারণ্য তৈরি হয়েছে। আয়োজকরা বলছেন, আজ দশ লাখ লোক এই মাহফিলে শরিক হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ