Tuesday, April 1, 2025

একইসময়ে রহস্য*ময় স্ট্যাটাস দিয়ে কী বুঝাতে চাইলেন আসিফ-হাসনাত!

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঠিক একই সময়ে তারা নিজ নিজ ফেসবুক একাউন্টে ওই রহস্যময় স্ট্যাটাস দেন।

উপদেষ্টা আসিফ ইংরেজিতে লিখেছেন,
‘‘Comrades
Now Or Never.’’

এর কিছুক্ষণ পরে নিজের ফেসবুক একাউন্টে হাসনাত লিখেছেন,
‘‘Comrades
31st DECEMBER!
Now Or Never.’’

আরও পড়ুনঃ  সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কঠোর অভিযোগ

আধাঘন্টা পরে আসিফ অপর এক পোস্টে লিখেছেন, ৩১ শে ডিসেম্বর
শহীদ মিনার।
৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।

হাসনাতও আধা ঘন্টা পরে অপর এক পোস্টে লিখেছেন, ❝Proclamation of July Revolution❞
31st December
Shaheed Minar
-3:00 pm.

তাদের এই রহস্যময় পোস্ট নিয়ে ফেসবুকে শুরু হয়েছে জল্পনা। আসলে এর দ্বারা কী বুঝাতে চাইলেন তারা?

হাসনাতের পোস্টের নিচে মাহমুদুল হক জালীস নামে একজন ব্যবহারকারী লিখেছেন, এখন করার জন্য যা যা দরকার সবকিছু বিদ্যামান। দ্রুত জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার করার উদ্যোগ নেন। সারাদেশের সকল ছাত্রজনতা গণ-অভ্যুত্থানের দিনগুলোর মতো একত্রিত হয়ে পাশে থাকবে।

আরও পড়ুনঃ  ‘নিজে বাঁচলেও মা-বোনকে বাঁচাতে পারলাম না, মইরা যাওয়া ভালো ছিল’

মোঃ সাইফুল ইসলাম লিখেছেন, ভাই যেহেতু ইংলিশে লিখছেন তাহলে হয়তো থার্টিফার্স্ট নাইট পালন করার ব্যাপারেই লিখছেন।

আসিফের পোস্টের নিচে আরিফুল ইসলাম তানভীর নামে একজন লিখেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে উত্তাল না করে সত্যিকার অর্থে সিরিয়াস হোন। যত দিন যাচ্ছে আমরা ততই আশাহত হচ্ছি।এভাবে চলতে থাকলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। জুলাই আন্দোলনকে ব্যর্থ করলে জনগণের ভরসা হারাবেন্। হারাবেন সম্মানের জায়গা।তাই সত্যিকার অর্থেই সিরিয়াস হোন। সব ধূসরের বিরুদ্ধে বলিষ্ঠ হোন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ