টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তিন খুনের মামলার আসামি জিয়া বিন কাসিমকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী টঙ্গী পশ্চিম থানার এসআই আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, জিয়া বিন কাসিম ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
সিএমপি ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, টঙ্গী থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের সহযোগিতায় একজন আসামিকে গ্রেফতার করেছেন। ওই আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুনঃ