Saturday, April 12, 2025

রমজান শুরুর তারিখ জানা যাবে সোমবার

আরও পড়ুন

বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র এই মাসে প্রত্যেক মুসলমানের রোজা রাখা ফরজ। মূলত, শাবানের পরই আসে রমজান মাস। আজ শাবানের ২৯ তারিখ। সেই হিসেবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবার রমজান মঙ্গলবার (১২ মার্চ) নাকি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। সেটি নির্ধারণ করতে সভায় বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন রোববার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে।

আরও পড়ুনঃ  ফাঁকা করা হলো ঢাবি ক্যাম্পাস, মূল হোতা সন্দেহে ৪ জন আটক

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

কৃষকের জন্য সারা বছরই সেচ সুবিধা দেবে সরকার
উল্লেখ্য, সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই তারাবিহ নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরিও খাবেন মুসলমানরা।

আরও পড়ুনঃ  যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণের দাবি

এ ছাড়া সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, বুধবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার তারাবিহ নামাজ এবং শেষ রাতে খেতে হবে সাহরি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ