Tuesday, April 8, 2025

স্ত্রীকে প্রেমি*কের সঙ্গে বিয়ে দেয়ার ভিডিও ভাইরাল

আরও পড়ুন

তিন সন্তানের মাকে তার প্রেমিকের সঙ্গেই বিয়ে দেন স্বয়ং স্বামী। এমনকি স্বামী নিজেই সেই বিয়ের আয়োজনও করেন। বাস্তবের এই ঘটনা যেন সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে। ভারতের বিহারের এই ঘটনা সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের সাহারসার এই নারী ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন এক যুবককে। দীর্ঘ এক যুগ সংসার করার পর নতুন করে প্রেমে জড়িয়ে পড়েন এবং স্বামী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। তার নতুন প্রেমিক নিজেও দুই সন্তানের বাবা।

আরও পড়ুনঃ  জোর করে দাবি পূরণের প্রবণতা থেকে বেরিয়ে আসুন : ড. ইউনূস

এমন কঠিন বাস্তবতায়, এই নারীর স্বামী কেবল তার নতুন সম্পর্ক এবং প্রেমকে মেনে নিয়েছেন তা-ই নয়, তাদের বিয়ের আয়োজনও করেছেন নিজ দায়িত্বে।

আর এসব ঘটনা ভিডিওতে ধারণ করা হয়, যা সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে ‘ঘর কে খালেস (Ghar Ke Kalesh)’ নামে একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীর প্রেমিক তার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যা তাদের ধর্মীয় রীতিতে বিয়ের প্রতীক। এ সময় নারীর সাবেক স্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে বলতে শোনা যায় যে, ‘ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা নতুন দম্পতির দায়িত্ব, তার নয়’।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে প্রধান উপ*দেষ্টার বক্তব্যে হতা*শ বিএনপি

ভিন্ন ধারার এই ঘটনাটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ প্রথম স্বামীর পরিপক্কতা এবং উদারতার প্রশংসা করেছেন। আবার কেউ সমসাময়িক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্নও তুলেছেন। আসলে, এ ধরনের ঘটনা আধুনিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ