Monday, April 7, 2025

আ. লীগের মিছিল, সড়ক অব*রোধ করেছে বৈষম্য*বিরোধী ছাত্র আন্দোলনের নেতা*কর্মীরা

আরও পড়ুন

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে জামালপুর শহরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গোয়ালের চরের সভারচরে মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ খবর জেলাজুড়ে ছড়িয়ে পড়লে শুরু হয় উত্তেজনা।

এদিকে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে রাতে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় যানজট।

আরও পড়ুনঃ  সায়েন্সল্যাবে রামদা-লাঠিসোঁটা হাতে ছাত্রলীগ নেতাকর্মী

এ সময় নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও প্রকাশ্যে মিছিলে অংশ নেয়। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তারা। তাই অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ